
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান মিডফিল্ডার টনি ক্রুস ৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন। চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের নক-আউট পর্বে ইংল্যান্ডের কাছে হারার পর নিজের ইন্সটাগ্রাম পেইজে অবসরের ঘোষণা দেয় এই জার্মান তারকা ফুটবলার।
টনি ক্রুস জার্মানদের হয়ে ১০৭ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। যেখানে করেছেন ১৭ গোল ও ১৯ অ্যাসিস্ট।
রিয়াল মাদ্রিদ মিডফিল্ডের মধ্যমণি এই খেলোয়াড় জানান, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশ নিতে পারবো না। তাই আগে থেকেই সরে পড়েছি।
ক্রুস আরও জানান, এখন থেকে আমার পুরো মনোযোগ থাকবে ক্লাব রিয়াল মাদ্রিদ কেন্দ্রিক, এছাড়া বাকি সময়টা পরিবারের সাথে কাটাবো।
 
				
				
				
 
				
				
			


Leave a reply