Site icon Jamuna Television

আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস

বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস আজ। ২ জুলাই ১৯২৪ সালে ফ্রান্সে আত্মপ্রকাশ ঘটে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএসের। এরপর থেকেই এই দিনটিকে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস হিসেবে পালন করা হয়।

বিশেষ এই দিনে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশের সকল ক্রীড়া সাংবাদিকদের উষ্ণ অভিনন্দন জানান তিনি।

আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা দিবসকে মাথায় রেখেই মূলত ১৯৯৪ সাল থেকে ২ জুলাই তারিখটিকে বিশ্বব্যাপী ক্রীড়া সাংবাদিকতা দিবস হিসেবে পালন করা হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ ১৬৭টি দেশ এই ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএসের স্বীকৃতি পেয়েছে।

Exit mobile version