Site icon Jamuna Television

নদ্দায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজধানীর নদ্দায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২ জুন) সকালে তাজনীন আক্তার সাথী নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা।

গৃহবধুর পরিবারের অভিযোগ, সাথীর স্বামী তাকে হত্যা করে আত্মহত্যা বলে দাবি করছে। প্রতিবেশীরা জানিয়েছে, সকাল ৮টার দিকে অনেক ডাকাডাকির পর ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠায় ময়নাতদন্তের জন্য।

মরদেহটি ভাটারা থানায় রয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও দুই পরিবারের সঙ্গে কথা বলে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে।

Exit mobile version