Site icon Jamuna Television

ওয়ানডেতে সর্বোচ্চ হারের তকমা শ্রীলঙ্কার

ওভালে দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংলিশরা। আর এই হারের মাধ্যমে ওয়ানডেতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড করলো তারা। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চসংখ্যক ম্যাচে হারের তকমা এখন শ্রীলংকার। ইংল্যান্ডের বিপক্ষে তাদের হারটি ছিলো ৪২৮ তম।

৮০৬ ম্যাচে মাত্র ৩০৯ জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ হারের তকমা ছিলো ভারতের দখলে। ৯৯৩ ম্যাচে তাদের জয়ের সংখ্যা মাত্র ৫১৬। সর্বোচ্চ ম্যাচ হারের হিসেবে ভারতের পরেই রয়েছে পাকিস্তান। কাল ইংল্যান্ডের কাছে হেরে ভারতকে পেছনে ফেলেছে শ্রীলঙ্কা।

সিরিজ হারের পর শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলকে আনফলো করার প্রচারণা শুরু করেছেন।

Exit mobile version