Site icon Jamuna Television

রক্তাক্ত বিডিআর বিদ্রোহের নবম বার্ষিকী আজ

রক্তাক্ত বিডিআর বিদ্রোহের নবম বার্ষিকী আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনায় শহীদ হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।

টানা একদিন এক রাত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলার পর ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহ নিয়ন্ত্রণে আসে। আলামত মুছে ফেলতে বিদ্রোহীরা লাশ পুড়িয়ে ফেলে, দেয়া হয় গণকবর। এ ঘটনায় তিনটি মামলা হয়। গত ২৭ নভেম্বর পিলখানা হত্যা মামলার আপিল রায়ে বিচারিক আদালতের ফাঁসির আদেশ দেয়া ১৫২ জনের মধ্যে, ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। মোট ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে বিচারিক আদালতে খালাস পাওয়া ৩১ জন রয়েছে। সব মিলিয়ে ২২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন হাইকোর্ট।

Exit mobile version