Site icon Jamuna Television

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর জনসনের টিকা

শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর ‘জনসন এন্ড জনসনের’ টিকা। দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিলের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি দেশটির টিকা কার্যক্রমে যুক্ত হয়েছে জে এন্ড জে’র টিকা। সেখানে ছড়িয়ে পড়া শক্তিশালী ভারতীয় ধরণকে রুখতে এই ভ্যাকসিন কতখানি কার্যকর- তা জানতেই চালানো হয় গবেষণা। সেখানে উঠে আসে ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়টি। ভ্যাকসিনটি, সংক্রমণ ও মৃতের হার কমিয়ে আনবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞরা।

এর আগে উৎপাদনকারী প্রতিষ্ঠানও তাদের প্রতিবেদনে, টিকার কার্যকারিতা নিয়ে একই তথ্য দেয়। দাবি করে, জে অ্যান্ড জে’র এক ডোজ টিকাই ভারতীয় ধরণের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টিবডি তৈরিতে সক্ষম। আর দুই ডোজ নেয়া ব্যক্তিরা সুরক্ষিত থাকবে অন্তত আট মাস।

Exit mobile version