Site icon Jamuna Television

ইউরোর শেষ দুই কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে চার দল

ইউরোর শেষ দুই কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে চার দল। রাত ১০টায় চেক রিপাবলিক খেলবে ডেনমার্কের সাথে। আর রাত ১টায় ইউক্রেনের প্রতিপক্ষ ইংল্যান্ড।

রাউন্ড অব সিক্সটিনে নেদারল্যান্ডসকে হারিয়ে চমক দেখানো চেক রিপাবলিক এই ম্যাচেও নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। অন্যদিকে টানা দুই হার দিয়ে শুরু করা ডেনমার্ক ঘুরে দাঁড়িয়েছিলো গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে। এরপর ওলেসের বিপক্ষে তাদের ৪-০ গোলের জন্য এখন সেমির স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের। দুই দলের মুখোমুখি ১১ দেখায় মাত্র ২ ম্যাচ জিতেছে ড্যানিশরা। বিপরীতে ৩ জয় চেক রিপাবলিকের। ড্র হয়েছে বাকি ছয় ম্যাচ।

এদিকে, রোমার মাঠে নামার আগে দারুণ ফর্মে রয়েছে ইংলিশরা। সবশেষ ম্যাচে জার্মানিকে হারানোয় আত্মবিশ্বাস বেড়েছে সাউথগেটের দলের। বিপরীতে সুইডেনকে অতিরিক্ত সময়ের গোলে হারানো ইউক্রেন চাইছে আরও একটি অঘটন উপহার দিতে। দুই দেশের মুখোমুখি ৭ দেখায় অবশ্য একটি মাত্র জয় ইউক্রেনের। অন্যদিকে ৪ জয় ইংল্যান্ডের।

ইউএইচ/

Exit mobile version