Site icon Jamuna Television

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন আমির-কিরণ

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান এবং কিরণ রাও। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সংগ্রহ করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং একই পরিবারের সদস্য হিসেবে।

হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেয়নি তারা। সময় নিয়ে পরিকল্পনা করেই দাম্পত্যে থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আমির এবং কিরণ জানিয়েছেন, আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি সমস্ত কর্তব্য পালন করবেন তারা। ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না পেশার ক্ষেত্রে।

তাদের আরও বলেন, ‘আমরা একসাথে সিনেমা করবো। আমাদের পানি ফাউন্ডেশনের কাজ এবং আরও অন্যান্য যে কাজগুলো আমরা করতে ভালবাসি, সেই সব কিছুই একসঙ্গে করব।’

এই সিদ্ধান্তে পাশে থাকার জন্য নিজেদের পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন আমির এবং কিরণ। পাশাপাশি, বিবাহবিচ্ছেদকে তাদের যাত্রার শেষ নয় বরং নতুন এক যাত্রার আরম্ভ হিসেবে দেখতে অনুরোধ করেছেন ভক্তদের।

২০০৫ সালে বিয়ে করেছিলেন আমির এবং কিরণ। ২০১১ সালে সারোগেসির সাহায্যে ছেলে আজাদ রাও খানকে জন্ম দেন তারা। আমিরের ‘লগান’ ছবিতে সহকারী পরিচালক ছিলেন কিরণ। সেখান থেকেই পরিচয় তাদের। বিয়ের পরেও দু’জন একসাথে নানা ধরনের কাজ করেছেন।

তবে, হঠাৎ এই বিচ্ছেদের সিদ্ধান্তের কারণ নিয়ে মুখ খোলেননি আমির বা কিরণ।

Exit mobile version