Site icon Jamuna Television

আলুর ট্রাকে ফেন্সিডিল, আটক ২

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট:

জয়পুরহাটের পাঁচবিবির ভুতগাড়ীতে ঢাকা নেওয়ার পথে আলু ভর্তি ট্রাকে বিপুল পরিমাণ ফেন্সডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে সিআইডি।

জয়পুরহাট সিআইডির অতিরক্ত বিশেষ পুলিশ সুপার শহীদ সোহরাওয়ার্দী জানান, শুক্রবার গভির রাতে জেলার পাঁচবিবি উপজেলার শালুট্রি কোল্ড স্টোরেজ থেকে পিকআপে করে বিদেশে আলু পাঠানোর নামে ফেন্সডিল পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদরে ভিত্তিতে রাতে পাঁচবিবি ঢাকা বাইপাস সড়কের ভুতগাড়ী এলাকায় পিকআপটি থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সডিলসহ শাকিল ও সুজন নামে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের শনিবার দুপুরে মামলা দায়ের শেষে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version