Site icon Jamuna Television

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যমুনা টিভির ৩ সংবাদকর্মী আহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কার ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়েছে। আজ ভোরে চকরিয়ার হারবাং মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন যমুনা টেলিভিশনের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার হোসেন জিয়াদ, ক্যামেরাপার্সন নাসির উল আলম ও গাড়ির চালক মিন্টু দাশ। আহতদের মধ্যে ক্যামরাপার্সন নাসিরের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

হারবাং পুলিশ ফাঁড়ির আইসি আবুল কালাম আজাদ জানান, ভোর ৬টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি যমুনা টেলিভিশনের গাড়ির সাথে বিপরীতমুখি তেলের ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়। জব্দ করা হয়েছে ট্রাকটিকে।

যমুনা টেলিভিশনের কক্সবাজারের স্টাফ রিপোর্টার ইমরুল কায়েস জানান, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে চট্টগ্রাম থেকে হোসেন জিয়াদের নেতৃত্বে একটি টিম কক্সবাজারের কুতুপালং যাচ্ছিলো। পথে এই দুর্ঘটনা ঘটে।

Exit mobile version