Site icon Jamuna Television

টিকা দেয়া শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি।

টিকা দেয়া শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার জাতীয় সংসদে ২০২১-২২ সালের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে। যতো টাকাই লাগুক সবাইকে বিনামূল্যে টিকা দেবে সরকার। সম্ভাব্য সব উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা চলছে বলেও সংসদকে জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও জানান, টিকা কেনার জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। স্কুল-কলেজ বন্ধ থাকলেও পড়াশোনা যাতে চালিয়ে নেয়া যায় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের বাজেটের মূল লক্ষ্য করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করা।

ইউএইচ/

Exit mobile version