Site icon Jamuna Television

কলারোয়ায় করোনা পজেটিভ ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় শেখ আজগর আলী (৫৫) নামে করোনা পজেটিভ এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ জুলাই) কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে উপজেলার একই গ্রামের শেখ জালালের ছেলে।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, সম্প্রতি করোনা পজেটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর। সকালে স্বজনেরা তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ পৌঁছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তিনি জানান, মৃতদেহের পাশে একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা জানায়, দীর্ঘদিন তার বাড়িতে ছেলে-বৌদের সাথে অশান্তি, ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। করোনা পজেটিভ হওয়ার পর সেই অশান্তির মাত্রা আরও বেড়ে যায়। হয়তো সেই কষ্টে-অভিমানে তিনি আত্মহত্যা করতে পারেন।

ইউএইচ/

Exit mobile version