Site icon Jamuna Television

সিরিয়ায় ৩০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হলো সিরিয়ায় ৩০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব। যুদ্ধবিদ্ধস্ত অঞ্চলগুলোতে জরুরি ত্রাণ সরবরাহে, শনিবার রাতে সর্বসম্মতিক্রমে অনুমোদন আসে প্রস্তাবে।

তবে বড় বড় সরকার বিরোধী গোষ্ঠী এবং জঙ্গি সংগঠনগুলো অস্ত্রবিরতির আওতায় পড়ছে না। ফলে অস্ত্রবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। জানা গেছে, নিউইয়র্কে ভোটাভুটির পরও সিরিয়ার ঘৌতায় অব্যাহত আছে সরকারি ও রুশ বাহিনীর বিমান হামলা। অঞ্চলটিতে এক সপ্তাহ ধরে চলমান অভিযানে বেসামরিক প্রাণহানির সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে।

Exit mobile version