Site icon Jamuna Television

ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ‘বুস্টার ডোজ’ প্রয়োগ করবে জার্মানি

ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে এবার ‘বুস্টার ডোজ’ প্রয়োগের ঘোষণা দিয়েছে জার্মানি। শুক্রবার (২জুলাই) দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান এ তথ্য জানান।

মূলত আলাদা দুই কোম্পানির দুই ডোজ টিকা প্রয়োগ করা হবে এই কার্যক্রমে। অর্থাৎ, কাউকে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা দেয়া হলে, দ্বিতীয় ডোজ দেয়া হবে ফাইজার, মডার্না বা বায়োএনটেকের।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান দাবি করেন, ডেল্টা ওয়েভকে রুখতে আরও বেশি কার্যকর হবে এই বুস্টার ডোজ। তিনি আরও জানান, ব্রিটেনে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রমের সুফল মিলেছে।

চলতি মাস থেকেই দেশটিতে প্রয়োগ শুরু হবে বুস্টার ডোজ।

Exit mobile version