Site icon Jamuna Television

ক্রিকেট মাঠে লুটিয়ে পড়লেন খেলোয়াড়

এবারের ক্রিকেট মাঠে লুটিয়ে পড়লো খেলোয়াড়। উইন্ডিজ-পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত নারী ক্রিকেট ম্যাচে ঘটেছে এমন দুর্ঘটনা। তাও একজন নয়, দুইজন ক্যারিবীয় নারী ক্রিকেটার জ্ঞান হারান মাঠে।

ইউরোর প্রথম দিনেই ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন মাঠে অজ্ঞান হয়ে যান। এর রেশ কাটতে না কাটতেই অ্যান্টিগায় জ্ঞান হারান চিনেল হেনরি। ম্যাচের ৪র্থ ওভারে ফিল্ডিং এর সময় হঠাৎ করে পড়ে যান হেনরি। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়। সেখান থেকে স্ট্রেচারে করে পাঠানো হয় হাসপাতালে।

হেনরিকে হাসপাতালে পাঠানোর পর খেলা বন্ধ হয় বৃষ্টির কারণে, যেখানে মাঠ ছাড়ার সময় উইন্ডিজের আরেক ক্রিকেটার চিডিয়ান নেশনও ড্রেসিংরুমের বাইরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। সাথে সাথে তাকেও হাসপাতালে পাঠানো হয়। উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে জ্ঞান ফিরেছে তাদের। তবে কী কারণে তাদের এমন অবস্থা হয়েছে তা জানা যায়নি।

Exit mobile version