Site icon Jamuna Television

১০ মিনিটে সাবাড় ৩৪টি বার্গার!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’র বার্গার চ্যাম্পিয়নশিপের দুই বিজয়ী ১০ মিনিটে সাবাড় করে দিলেন ৩৪টি বার্গার। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত খাদকদের এই বার্ষিক লড়াই সাড়া ফেলে দেয় রাজধানীতে। পেট পুরে ফ্রি বার্গার খাওয়ার পাশাপাশি লাখ টাকার পুরস্কারও জিতেছেন তারা।

পেশাদার ওই দুই খাদকের নাম মলি শোয়েলার আর ড্যান কেনেডি। ড্যানকে হারিয়ে গতবছরের ইন্ডিপেন্ডেন্স বার্গার ইটিং চ্যাম্পিয়নশিপ জেতেন মলি। ড্যানের সামনে এবার সুযোগ ছিল বদলা নেবার।

ওয়াশিংটনের ফাস্ট ফুড চেইন জেড বার্গারের এ আয়োজনের চূড়ান্ত পর্বে অংশ নেন ১৪ জন। প্রতিযোগিতায় সময় ছিল মাত্র ১০ মিনিট। ওই ১০ মিনিটে দু’জনেই পেটে চালান দিয়েছেন ৩৪টি করে বার্গার। শেষ পর্যন্ত টাই হয়েছে ফলাফল। ট্রফি আর চ্যাম্পিয়ন বেল্ট ভাগাভাগি করে নিতে হলো মলি-কেনেডিকে। সাথে পুরস্কার পেয়েছেন এক হাজার ৭৫০ ডলার।

গতবার ১টি বেশি অর্থাৎ ৩৫টি বার্গার খেয়ে বিজয়ী হয়েছিলেন মলি। আয়োজনে দর্শকদের জন্যও ছিল ফ্রি বার্গার খাওয়ার সুযোগ।

Exit mobile version