
বাংলাদেশ- মিয়ানমার সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত লুই উ। তিনি বলেন, চলমান সমস্যার সমাধানে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে সাথে বৈঠকের পর তিনি একথা বলেন। সাড়ে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন লুই উ। বিশেষ করে চলমান রোহিঙ্গা সংকট তুলে ধরা হয় বাংলাদেশের পক্ষে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১০ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নতুন রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন। এরপর পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। কাল সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।
 
				
				
				
 
				
				
			


Leave a reply