Site icon Jamuna Television

বন্ধু তালিকায় উগ্রবাদী থাকলে বার্তা দেবে ফেসবুক

অনলাইনে বেড়েই চলেছে নানা উগ্রবাদী মন্তব্য ও সাইবার বুলিংয়ে ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন উগ্রবাদ বা সাইবার বুলিং বন্ধ এবার নতুন ফিচার আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই ফিচারের আওতায় বন্ধুতালিকার কেউ অনলাইনে উগ্রবাদী মন্তব্য বা কর্মকান্ডে জড়ালে সয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে। এ ফিচারটি নিয়ে তারা আমেরিকায় সীমিত পরিসরে পরীক্ষা-নিরীক্ষাও চালাচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ফেসবুক বলছে, আইনজ্ঞ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ফেসবুক ব্যবহার করে উগ্রবাদের প্রসারের ব্যাপারে তাদের বারবার সতর্ক করে আসছে। যা মাধ্যমটি গুরুত্বের সাথে নিয়েছে। এই ফিচারের আওতায় ব্যবহারকারীরা যে কোনো উগ্রবাদী মন্তব্য বা কার্যক্রম দেখলে তা স্ক্রিনশট নিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

ফেসবুকের বিশেষজ্ঞ দল সেসব ডেটা সংরক্ষণ করে অন্য ব্যবহারকারীদের তার বন্ধুতালিকার উগ্রবাদী ব্যক্তি সম্পর্কে বার্তা পাঠাবে। এই ফিচারটি পুরোপুরি চালু হলে তা পাওয়া যাবে ফেসবুকের ‘গেট সাপোর্ট’ অংশে।

Exit mobile version