Site icon Jamuna Television

ভাঙারি দোকান থেকে উদ্ধার হলো মর্টার শেল; ধ্বংস করলো সেনাবাহিনী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাঙারি দোকান থেকে উদ্ধার হওয়া মুক্তিযুদ্ধের সময়কার একটি মর্টার শেল ধ্বংস করেছে কুমিল্লা ক্যান্টনমেন্টের বোমা বিস্ফোরক দল। আজ রোববার (৪ জুলাই) উপজেলার আনোয়ারপুর এলাকার খালাজুড়া সড়কের পাশে ফাঁকা মাঠে এটি ধ্বংস করা হয়।

ক্যাপ্টেন নাদিয়া নুসরাত এর নেতৃত্বে কুমিল্লা ক্যান্টনমেন্টের ১০ সদস্যের বোমা বিস্ফোরক দল মর্টার শেলটি ধ্বংস করে।

ক্যাপ্টেন নাদিয়া নুসরাত জানান, ধারণা করা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত মর্টার শেলটি অবিস্ফোরিত রয়ে যায়। এটি সচল ছিল।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, গত বছরের ১১ নভেম্বর পৌরশহরের নারায়নপুর বাইপাসের আলমগীর মিয়ার ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার হয় এই মর্টার শেলটি। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দলকে খবর দেয়। রোববার দুপুরে তারা এসে মর্টার শেলটি ধ্বংস করেন।

Exit mobile version