Site icon Jamuna Television

কোটা সংস্কারের দাবিতে শাহবাগে সাধারণ শিক্ষার্থীরা

বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস)  সকল সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শাহবাগেজাতীয় জাদুঘরের সামনে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা।

সকালে শাহবাগে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর ব্যানারে আন্দোলন করে শিক্ষার্থীরা।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার বেলা ১১টার দিকে জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় সাধারণ শিক্ষার্থীরা কয়েকটি দাবি তুলে ধরেন, কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে আনতে হবে। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে খালি পদে মেধাবীদের নিয়োগ দিতে হবে। কোটার জন্য বিশেষ পরীক্ষা নেয়া যাবে না। সবার জন্য অভিন্ন বয়সসীমা হতে হবে। এবং নিয়োগ পরীক্ষায় একবারের বেশী কোটা সুবিধা ব্যবহার করা যাবে না।

এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী আন্দোলনে অংশ নেন।

পরে আন্দোলনরত শিক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দিতে যান।

এদিকে আজকের মতো ওদের কর্মসূচি শেষ ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানায়, দাবি না মানলে ৪ মার্চ আবারও কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করবে।

Exit mobile version