Site icon Jamuna Television

জুনে আক্রান্তদের ৭৮ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টধারী: আইইডিসিআর

জুনে করোনায় আক্রান্ত ৭৮ শতাংশের নমুনায় ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আইইডিসিআর জানিয়েছে, তারা সম্প্রতি আক্রান্তদের মাঝে ডেল্টা ভ্যারিয়েন্টের আধিপত্য পেয়েছে।

রোববার (৪ জুলাই) আইইডিসিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্তের পর থেকে এর সংক্রমণ বাড়তে শুরু করে। মে মাসে মোট নমুনার ৪৫ শতাংশ এবং জুনে ৭৮ শতাংশে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

তারা আরও জানিয়েছে, ডিসেম্বর ২০২০ থেকে জুন ২০২১ এর মধ্যে এখনো পর্যন্ত ৬৪৬টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। সিকোয়েন্সিংয়ে আলফা ভ্যারিয়েন্ট, বেটা ভ্যারিয়েন্ট, ডেল্টা ভ্যারিয়েন্ট, ইটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

এছাড়াও একটি অজ্ঞাত ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে আইইডিসিআর।

Exit mobile version