Site icon Jamuna Television

আফগানিস্তানের আরও একটি জেলা দখলে নিলো তালেবানরা

আফগানিস্তানের আরও একটি জেলা দখলে নিলো তালেবানরা

ছবি: সংগৃহীত

মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের আরও একটি জেলা দখলে নিলো তালেবানরা। আফগান নিরাপত্তা বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের পর কান্দাহারের একটি জেলার নিয়ন্ত্রণে নেয় গোষ্ঠীটি।

আফগান কর্মকর্তারা জানান, রাতভর গোলাগুলির পর পিছু হঠতে থাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপরই সেটির নিয়ন্ত্রণ নেয় জঙ্গিরা।

এর আগে বাগরাম বিমানঘাঁটি থেকে মার্কিন ও ন্যাটো সেনারা সরে যাওয়ার পর কান্দাহারের পাঞ্জাবী জেলার পতন ঘটে তালেবানের হাতে।

এনএনআর/

Exit mobile version