Site icon Jamuna Television

গুঞ্জন টলিউডের ছবিতে মিথিলা, কী বললেন পরিচালক?

রাফিয়াথ রাশিদ মিথিলা

পরিচালক সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে তৈরি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ সিনেমার শ্যুটিং ইতোমধ্যে শেষ করেছেন রাফিয়াথ রাশিদ মিথিলা। এবার টলিউডে গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই ভারতের বড় পর্দায় পা রাখতে চলেছেন মিথিলা। তাকে দেখা যেতে পারে রাজর্ষি দে’র আগামী ছবি শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ সিনেমায়।

টলিউডে গুঞ্জন, মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রে আগে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। অজ্ঞাত কারণে তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে সম্ভবত অভিনয় করবেন মিথিলা।

এই রটনা প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের বরাত দিয়ে রাজর্ষি জানায়, নতুন সিনেমার বিষয়টি পুরোপুরি গুজব। আমি গত বছরের শেষ দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র শ্যুট শেষ করি। চলতি বছরের শুরুতে ছবিটি মুক্তির কথা ছিল। মহামারী আর লকডাউনের কারণে সেটি পিছিয়ে গিয়েছে। ওই ছবি মুক্তির আগেই নতুন ছবিতে হাত দেওয়ার কথা ভাবছি না। পাশাপাশি, মিথিলা নিয়েও কোনও কথা বলেননি পরিচালক।

Exit mobile version