Site icon Jamuna Television

হারিকেন এলসার শক্তি কিছুটা কমে ক্রান্তীয় ঝড় হিসেবে কিউবায় আঘাত

হারিকেন এলসার শক্তি কিছুটা কমে ক্রান্তীয় ঝড় হিসেবে কিউবায় আঘাত

ছবি: হারিকেন এলসার ক্রান্তীয় ঝড় হিসেবে কিউবায় আঘাত।

ডমিনিকান রিপাবলিকে তাণ্ডবের পর শক্তি কিছুটা হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে হারিকেন এলসা। আঘাত হেনেছে কিউবার পূর্ব উপকূলে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে চলেছে ঝড়টি। এর প্রভাবে আশপাশের বিশাল এলাকাজুড়ে চলছে ভারি বৃষ্টিপাত। ২৫ থেকে ৩৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি হয়েছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এক লাখ ৮০ হাজার মানুষকে। কিউবার পশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এলসার। রাজ্যটির উপকূলে আঘাত হানতে পারে মঙ্গল বা বুধবার।

এর আগে ডমিনিকান রিপাবলিক, বার্বাডোসসহ একাধিক ক্যারিবিয়ান দ্বীপে ধ্বংসযজ্ঞ চালায় এলসা।

এনএনআর/

Exit mobile version