Site icon Jamuna Television

ফুটবল মাঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব

মাঠে ম্যাচ শেষে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন হাসানি ডটসন

এবার ফুটবল মাঠে ম্যাচ শেষে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন এক ফুটবলার। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ঘটেছে এমন ঘটনা।

মিনেসোটা ইউনাইটেড এফসি’র মিডফিল্ডার হাসানি ডটসন মাঠে এমন কাণ্ড করে বসেন। ম্যাচ শেষে তার বান্ধবী পেত্রা ভুচকোভিচকে সাইডলাইনে ডেকে দর্শকদের সামনে বিয়ের প্রস্তাব দেন। হাঁটু গেড়ে বসে নিবেদন করেন বিয়ের প্রস্তাব। তার বান্ধবীও রাজী হয়ে যান।

এর আগে ম্যাচে ২-২ গোলে ড্র করে পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেছে মিনেসোটা ইউনাইটেড। তারপরও ডটসনের কারণে গ্যালারীতে উচ্ছ্বসিত ছিলো সকলে।

Exit mobile version