Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে ৪ নিরাপত্তাকর্মী দগ্ধ

প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের কাঁচপুরে আল নূর পেপার মিলে গ্যাসলাইনের রাইজারের লিকেজের আগুনে কারখানার চার নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছে। রোবরার (৪জুলাই) রাত একটায় এ দুর্ঘটনা ঘটে।

আহত চারজনকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্বার করে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আরেফিন সিদ্দিক।

আরেফিন সিদ্দিক জানান, কারখানায় টানা গ্যাসলাইনের রাইজার লিকেজ থেকে হঠৎ আগুন ধরে পাশে থাকা চার নিরাপত্তাকর্মী আসাদুজ্জামান, ফারুক মিয়া, মোস্তাফিজুর রহমান, তৌহিদ মিয়া আহত হয়।

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ডিএডি) তাহের হোসেন জানান, রাত একটার দিকে আমরা আল নূর পেপার মিলে আগুন লাগার খবর পাই। এতে রাইজারের পাশে দায়িত্ব পালন করা চারজন দগ্ধ হয়েছে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আগুন নেভায় এবং স্থানীদের সহযোগিতায় দগ্ধ চারজনকে উদ্বার করে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, বিষয়টি সর্ম্পকে খোঁজখবর নেয়া হচ্ছে।

Exit mobile version