Site icon Jamuna Television

স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ

পটুয়াখালীর বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন ৫ জন।

সকালে বাউফলের নতুন থানা ভবন কমপ্লেক্স উদ্বোধন করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। উদ্বোধনের পর মোনাজাতের মাঝে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে স্থানীয় এমপি চিফ হুইপ আ স ম ফিরোজ ও এবং পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে থানা ক্যাম্পাসের মধ্যেই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। পরিস্থিতি শান্ত হবার পর শুরু হয় সুধী সমাবেশ।

Exit mobile version