Site icon Jamuna Television

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু

ছবি: সংগৃহীত

গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জন মারা গেছেন।

রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে রোববার ১২ জন মারা যান।

মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, পাবনা, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে মাড়া গেছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬ জন নারী, ১২ জন পুরুষ।

এদিকে গেলো ২৪ ঘণ্টায় ৯০১ জনের নমুনা পরীক্ষায় ২৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ৩১.৭ শতাংশ। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজে ৪০৫ শয্যার বিপরীতে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৯৫ জন।

রাজশাহীতে জুন থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩৬ জনের।

এনএনআর/

Exit mobile version