Site icon Jamuna Television

দেশপ্রেমের উদাহরণ তৈরির সবচেয়ে ভালো উপায় টিকা নেয়া: বাইডেন

দেশপ্রেমের উদাহরণ তৈরির সবচেয়ে ভালো উপায় টিকা নেয়া: বাইডেন

ছবি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবসের আয়োজনে মার্কিনীদের করোনা টিকা গ্রহণের আহ্বান জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, এই মুহূর্তে দেশপ্রেমের উদাহরণ তৈরির সবচেয়ে ভালো উপায় টিকা নেয়া।

গত ২০ জানুয়ারি দায়িত্বগ্রহণের পর রোববার হোয়াইট হাউজের সবচেয়ে বড় আয়োজনে যোগ দিলেন বাইডেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর সদস্যদের পরিবার ও কোভিড মোকাবেলায় নিয়োজিত ফ্রন্টলাইনাররা।

মহামারি নিয়ন্ত্রণে আনতে ভ্যাকসিনেশন কর্মসূচির প্রশংসা করেন বাইডেন। মার্কিন স্বাধীনতা দিবসের আগে ৭০ শতাংশ নাগরিককে টিকার আওতায় আনার লক্ষ্য ছিল বাইডেন প্রশাসনের। তবে এ পর্যন্ত টিকা পেয়েছে দেশটির ৬৭ শতাংশ মানুষ। এখনও টিকা নিতে আগ্রহী নয় অনেকেই।

এনএনআর/

Exit mobile version