Site icon Jamuna Television

ছাড়া পাচ্ছে সুয়েজ খালে আটকে পড়া জাহাজটি

গত ২৯ মার্চ খারাপ আবহাওয়ার জেরে সুয়েজ খালে আটকে যাওয়া জাহাজ এভারগিভেন

অবশেষে মিসর থেকে ছাড়া পাচ্ছে গত মার্চে সুয়েজ খালে আটকে পড়া জাহাজ এভারগিভেন। রোববার (৪জুলাই) জাহাজের মালিক-পক্ষের সাথে সমঝোতায় পৌঁছেছে খাল কর্তৃপক্ষ।

৩ মাসের বেশি সময় ধরে দর কষাকষির পর এলো সমাধান। গত ২৯ মার্চ খারাপ আবহাওয়ার জেরে সুয়েজ খালের সরু পথে আটকে যায় এভারগ্রিন ফ্লিটের জাহাজ এভারগিভেন। খালের দু’পাশে তৈরি হয় কয়েকশ’ নৌযানের জট। প্রায় ছয় দিন অভিযানের পর সরানো সম্ভব হয় বিশালাকার যানটি।

তবে ক্ষতিপূরণ নিয়ে খাল কর্তৃপক্ষের সাথে জাহাজ মালিকের বিরোধের জেরে মিসরেই আটকে রাখা হয় এটি। এপ্রিলে জাহাজ কোম্পানিকে ৯১৬ মিলিয়ন ডলার জরিমানা করে সুয়েজ ক্যানেল অথরিটি-এসসিএ। কার্গোতে থাকা মালামালের আর্থিক মূল্য বিবেচনায়, পরে অবশ্য তা কমিয়ে সাড়ে ৫শ’ মিলিয়ন করা হয়।

শেষ পর্যন্ত কি পরিমাণ অর্থের বিনিময়ে সমঝোতা হলো তা অবশ্য জানা যায়নি।

Exit mobile version