Site icon Jamuna Television

লকডাউনে দোকান খোলা রাখলেই ট্রেড লাইসেন্স বাতিল: মেয়র আতিক

লকডাউনে দোকান-পাট খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে: মেয়র আতিক

ছবি: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

লকডাউন উপেক্ষা করে দোকান-পাট খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

সোমবার সকালে বিজয় সরণি মোড়ে ফোয়ারা পরিদর্শন শেষে তিনি একথা জানান। বলেন, বিজয় সরণি মোড়ে যানচলাচল ও যানজট নিরসনে আন্ডারপাস করার পরিকল্পনা করছেন উত্তর সিটি করপোরেশন। এছাড়া সকল মোড়গুলোকে কিভাবে কানেকটিভিটির মাধ্যমে যানজট নিরসন করা যায় সে ব্যাপারে চিন্তা করছে উত্তর সিটি করপোরেশন। এসময় সবাইকে মাস্ক পরার আহবান জানান মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আরও বলেন, ৩৩৩ এ ফোন দিলে ত্রাণ পৌঁছে দেওয়া হবে উত্তর সিটি করপোরেশন পক্ষ থেকে।

এনএনআর/

Exit mobile version