দক্ষিণ কোরিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী সার্বজনীন সনাতন মন্দিরের যাত্রা শুরু হয়েছে।
রোববার (৪ জুলাই) দক্ষিণ কোরিয়া পূজা পরিষদ রাজধানী সিউলে অস্থায়ী মন্দিরের বেদী স্থাপন এবং মন্দিরের দ্বার উন্মোচন করেন।
দক্ষিণ কোরিয়া পূজা পরিষদ জানায়, পূজা পরিষদের কার্যক্রম যথাযথ প্রক্রিয়ায় অগ্রসরমান। জনগুরুত্বপূর্ণ অংশ হিসেবে ও ভক্তবৃন্দের প্রত্যাশা অনুযায়ী অস্থায়ী মন্দিরের সজ্জা-বিন্যাস এবং পুনর্গঠনের কাজ এগিয়ে চলেছে। একটি পুনর্বিন্যাস যোগ্য ওয়ার্কিংফোর্সের সমন্বয়ে কাজের অগ্রগতি অব্যাহত রয়েছে।
মন্দিরের বেদী প্রতিষ্ঠাকালে বিশ্বমানবতার কল্যাণের নিমিত্তে সত্য নারায়ণ পূজা ও পবিত্র শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করা হয়েছে। কোভিডের স্বাস্থ্যবিধি মোতাবেক ভক্তবৃন্দের উপস্থিতি সীমিত করার কারণে অনুষ্ঠানটি সরাসরি অনলাইন মাধ্যমে সম্প্রচার করা হয়েছে।
Leave a reply