Site icon Jamuna Television

১০ মিনিটে ৭৬টি হটডগ সাবাড়!

১০ মিনিটে ৭৬টি হটডগ সাবাড় করেছেন এক ব্যক্তি। রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হটডগ প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড গড়েন চেস্টনাট নামের এক ব্যক্তি।

২০০৭ সাল থেকে ১৫টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই পেশাজীবী খাদক। এর মধ্যে ১৪টিতেই হয়েছেন বিজয়ী। ভেঙেছেন নিজের রেকর্ড।

এবারের প্রতিযোগিতায় চেস্টনাটের প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও আট প্রতিযোগী। তবে তার ধারে কাছেও যেতে পারেননি কেউ। দ্বিতীয় অবস্থানে থাকা জফরি এসপার খেয়েছেন ৫০টি হটডগ।

ইউএইচ/

Exit mobile version