Site icon Jamuna Television

মডার্না ও সিনোফার্মের টিকায় শুরু হতে যাচ্ছে গণটিকাদান কর্মসূচি

দেশজুড়ে আবারও গণটিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ছবি: সংগৃহীত

দেশজুড়ে আবারও গণটিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ছবি: সংগৃহীত

সারাদেশে শুরু হতে যাচ্ছে গণটিকাদান কর্মসূচি। এ কার্যক্রম শুরু হবে মডার্না ও সিনোফার্মের টিকা দিয়ে, এমনটাই জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে সে লক্ষ্যে নিবন্ধন শুরু হবে।

ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি এবারের টিকাদান কর্মসূচিতে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৫ জুলাই) কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে জানান, রোববারের মিটিং এ নেয়া সিদ্ধান্তগুলো তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়কে জানানো হচ্ছে। খুব শীঘ্রই টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু হলে নিবন্ধন করে টিকা নেয়া যাবে।

তিনি আরও জানান, কমিটি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার টিকা দেয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়, আর চীন থেকে কেনা সিনোফার্ম দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।

Exit mobile version