Site icon Jamuna Television

পরীমণিকে স্যালুট তসলিমা নাসরিনের

লেখিকা ও অ্যাক্টিভিস্ট তসলিমা নাসরিন তার ভ্যারিফায়েড ফেসবুকে পরীমণির পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন তিনি বাংলা সিনেমা দেখেন না। তাই আগে পরীমণিকে চিনতেন না। কখনো দেখেনওনি। তবে দূর থেকে পরীমণির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানান তিনি।

তসলিমা নাসরিন বলেন, সব মেয়ে স্ট্রাগল করে না, কিছু মেয়ে করে। কিছু মেয়ে স্ট্রাগল করে সব মেয়ের জন্য যুগে যুগে অধিকতর ভালো পরিস্থিতি নিয়ে আসে। এই স্ট্রাগল করা কিছু মেয়েই একেকটা মাইলফলক।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ফেসবুকে প্রতিদিন তিনি দেখেন পরীমণির বিরুদ্ধে কুৎসিত সব গালাগালি। বাংলাদেশ সম্পর্কে নিজের অভিজ্ঞতা থেকে তসলিমা বলেন, কোনও মেয়ের বিরুদ্ধে যখন লোকেরা ক্ষেপে ওঠে, তাকে দশদিক থেকে হামলা করতে থাকে, এমন উন্মত্ত হয়ে ওঠে যেন নাগালে পেলে তাকে ছিঁড়ে ফেলবে। তখন আমার ধারণা হয় মেয়েটি নিশ্চয়ই খুব ভালো মেয়ে, সৎ মেয়ে, সাহসী মেয়ে, সোজা কথার মেয়ে।

Exit mobile version