Site icon Jamuna Television

নাইজেরিয়ার স্কুলে অস্ত্রধারীদের হামলা, নিখোঁজ দেড় শতাধিক

স্কুলটির প্রায় ১৫০ শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

নাইজেরিয়ায় একটি স্কুলে অস্ত্রধারীদের হামলার পর এখনও নিখোঁজ রয়েছে দেড় শতাধিক স্কুল শিক্ষার্থী। সোমবার (৬ জুলাই) দেশটির কাদুনা রাজ্যের একটি আবাসিক স্কুলে এ হামলা চালানো হয়।

এক বিবৃতিতে দেশটির পুলিশ জানায়, রাজ্যের দক্ষিণ কাদুনার বেথেল ব্যাপটিস্ট উচ্চ বিদ্যালয়ে সোমবার রাতে একদল অস্ত্রধারী হামলা চালায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের অপহরণ করা হয়েছে। তবে, দুই শিক্ষার্থীসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের দাবি, এদিন স্কুলে পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষায় অংশ নেয় ১৮০ শিক্ষার্থী। এরপরই নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে স্কুলটিকে ঢুকে পড়ে অস্ত্রধারীরা। তবে এখনও এ হামলার দায় স্বীকার করেনি কেউ।

নাইজেরিয়াতে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারামের তৎপরতা বেশি। তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১০টি স্কুলে অস্ত্রের মুখে এমন অপহরণের ঘটনা ঘটেছে।

Exit mobile version