Site icon Jamuna Television

ফাঁসি সমাজকে রক্ষা করতে পারে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

ফাঁসি সোসাইটিকে রক্ষা করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছয় বিচারপতির ভার্চুয়াল বেঞ্চে এক জেল আপিল শুনানিতে প্রধান বিচারপতি এ কথা বলেন।

পাশের দেশ ভারতের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, ‘ইন্ডিয়ার থেকে আমাদের ল’ অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কোনো অংশেই খারাপ না। কিন্তু ইন্ডিয়াতে ২০১৯ সালে মৃত্যুদণ্ড হয়েছে ১২১ জনের আর আমাদের এখানে হয়েছে ৩২৭ জনের।

প্রধান বিচারপতি আরও বলেন, আমাদের এখানে ওয়াইফ কিলিং কেস-এ স্বামীর ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে। কিন্তু ফাঁসি বা যাবজ্জীবনের এই সাজায় কি ওয়াইফ কিলিং কমেছে? কমেনি। সুতরাং এটা ভুল ধারণা যে, সাজা দিলেই আমরা অপরাধ মুক্ত হয়ে যাবো।

ইউএইচ/

Exit mobile version