Site icon Jamuna Television

পিছমোড়া করে বাঁধা হাত; তবুও ৯ ইঞ্চির পাই সাবাড় হলো ২ মিনিটেই! (ভিডিও)

পাই খাওয়ার প্রতিযোগিতায় ট্রফি হাতে বিজয়ী নিকোলাস।

মাত্র দুই মিনিট ১৩ সেকেন্ডে ৯ ইঞ্চির একটি পাই পুরোটাই সাবাড় করলেন সিয়াটলের এক বাসিন্দা। মার্কিন স্বাধীনতা দিবস উপলক্ষে ছিলো মিষ্টি খাওয়ার এ প্রতিযোগিতা।

শর্ত ছিলো- পিঠের পেছনে বাঁধা থাকবে হাত। কয়েক আস্তর ক্রিম এড়াতে চোখে থাকবে গগলস। হুইসেল দেয়ার পর মোটমাট ২৫ প্রতিযোগী মুখ গুজে দেন কেক আকৃতির পাইয়ে। হাততালি আর চিৎকারে তাদের উৎসাহ দিতে থাকেন উপস্থিত দর্শকরা।

অবশ্য শেষ হাসি ছিলো নিকোলাস লরার ঠোটে। পুরস্কার হাতে উচ্ছ্বসিত এই তরুণ বলেন, স্বাদটাও ছিলো বেশ চমৎকার।
ভিডিওটি দেখতে ক্লিক করুন

ইউএইচ/

Exit mobile version