Site icon Jamuna Television

নেদারল্যান্ডসে বিয়ারের বোতল দিয়ে মসজিদে ভাঙচুর

ভাঙচুর চালানো হাজিয়া সোফিয়া মসজিদ

নেদারল্যান্ডসের হাজিয়া সোফিয়া নামে এক মসজিদে এক বছরের মধ্যে দ্বিতীয় বারের মতো ভাঙচুর চালানো হয়েছে/ রোববার (৪জুলাই) রাতে মসজিদটিতে ভাঙচুর চালানো হয় বলে জানায় সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

দেশটির ভিশন ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ফেডারেশন অফিসের লাগোয়া মসজিদের জানালা বিয়ারের বোতল দিয়ে ভাঙচুর করা হয়েছে। দেশটিতে দ্রুত ঘৃণামূলক বক্তব্য এবং বর্ণবাদ বাড়ছে এ ঘটনা তারই প্রমাণ।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরেও এ মসজিদের জানালা ভাঙচুর করা হয়। সন্ধ্যায় নামাজ শেষে এক মুখোশধারী জানালায় ঢিল ছোড়ার পর দ্রুত পালিয়ে যায়।

হাজিয়া সোফিয়া মসজিদ ফাউন্ডেশনের বোর্ড চেয়ারম্যান গাজী কিরিক বলেন, আমরা এ ধরনের হামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনী এবং রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানাই। তিনি আরও বলেন, মসজিদে ভাঙচুর চালানো হচ্ছে এমন ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মসজিদে এবং মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষ ইউরোপজুড়ে বেড়েই চলেছে। অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য অভিবাসন এবং ইসলাম বিরোধিতাকে পুঁজি করছেন। ফলে ঘৃণা ও বিদ্বেষ বেড়েই চলেছে।

Exit mobile version