Site icon Jamuna Television

কক্সবাজারে ৮ ওয়াকিটকিসহ ২ রোহিঙ্গা আটক

আটক মো. আব্বাস (৩২) এবং ইমাম হোসাইন (২০)।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ৮টি ওয়াকিটকিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটক আসামীরা হচ্ছে কক্সবাজার সমিতি পাড়ায় বসবাসকারী রোহিঙ্গা মৃত নুর ইসলামের পুত্র মো. আব্বাস (৩২) এবং টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি-১ এর বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র ইমাম হোসাইন (২০)।

মঙ্গলবার (৬জুলাই) র‍্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক আব্দুল্লাহ মো. শেখ সাদী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোববার ৪জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার র‍্যাব-১৫ এর একটি দল ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে দাঁড়ালে দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের হাতে থাকা ব্যাগে তল্লাশি করে ৮টি ওয়াকিটকি পাওয়া যায়। এসময় তারা ওয়াকিটকিগুলোর কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীরা স্বীকার করে অবৈধ ব্যবহারের উদ্দেশে ওয়াকিটকিগুলো সংগ্রহ করেছে।

জব্দকৃত ওয়াকিটকিসহ আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার মডেল থানায় সোপর্দ করা হয়।

Exit mobile version