Site icon Jamuna Television

ভারতে অনুপ্রবেশের দায়ে জেল খেটে দেশে অবৈধভাবে ফিরে আবারও আটক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর সাপাহার সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের পর ফেরার সময় আট বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে নওগাঁ ১৬ বিজিবি। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানানো হয়েছে।

নওগাঁ ১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল কবির জানায়, দুপুরের দিকে সাপাহার সীমান্ত দিয়ে ৫ জন নারী ও ৩ জন পুরুষ ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে। বিষয়টি জানতে পেরে সেখানে অবস্থানরত বিজিবির সদস্যরা তাদের আটক করে।

মোহাম্মদ রেজাউল কবির আরও জানায়, জিজ্ঞাসাবাদে জানা গেছে, সম্প্রতি তারা অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়। সেদেশের কারাগারে বিভিন্ন মামলায় সাজা খেটে বের হয়ে বাংলাদেশে প্রবেশ করে ।

সাপাহার থানার পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ জানান, আটকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আটক সবাই যেহেতু ভারত ফেরত তাই তাদের সবাইকে করোনা পরীক্ষা করে ১৪ দিনের জন্য স্থানীয় একটি স্কুলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Exit mobile version