Site icon Jamuna Television

এবার রাজধানীতে বাসায় ঢুকে গণধর্ষণ

রাজধানীর রামপুরা এলাকায় গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, আজ বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়। অভিযোগকারীর দেয়া তথ্য অনুযায়ী মামলার আসামীদেরকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

ধর্ষনের শিকার গৃহবধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

স্বজনরা জানান, বুধবার বিকালে কয়েকজন বখাটে জোরপূর্বক বাসায় ঢুকে ভয়ভীতি দেখিয়ে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় তাকে জোর করে চেতনানাশক খাওয়ানোরও অভিযোগ করেছেন স্বজনরা। পরে রাত আটটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

/কিউএস

Exit mobile version