Site icon Jamuna Television

১ হাজার ২৫১ জন চিকিৎসককে পদায়ন

ছবি: প্রতীকী

করোনা আক্রান্তদের সেবা নিশ্চিতে ১ হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তির মাধ্যমে পদায়ন করেছে সরকার। স্বাস্থ্য সেবা বিভাগ গত কয়েকদিন বেশ কিছু প্রজ্ঞাপনের মাধ্যমে এসব চিকিৎসককে বিভিন্ন হাসপাতালের দায়িত্ব দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। মোট পাঁচটি বিভাগে চিকিৎসকে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়। করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন তারা। আজকের মধ্যে তাদের কর্মস্থলে যোগ দেয়ার কথা। না হলে বুধবার বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই চিকিৎসকেরা মূল কর্মস্থল থেকে বেতন-ভাতা তুলবেন। কারও বর্তমান কর্মস্থল ঠিক না থাকলে তিনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অবমুক্ত হবেন ও যথাসময়ে পদায়ন করা কর্মস্থলে যোগ দেবেন।

ইউএইচ/

Exit mobile version