Site icon Jamuna Television

য়্যুভেন্টাসেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

য়্যুভেন্টাসের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদো

সকল জল্পনা কল্পনা কাটিয়ে আবারও য়্যুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, এমনটাই দাবি ইতালিয়ান গণমাধ্যমের।

কয়েকদিনের মাঝেই নাকি নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন এই পর্তুগিজ তারকা। নবায়ন করা চুক্তির মেয়াদ থাকছে ১ বছর। সিআর সেভেনের হয়ে চুক্তির খুঁটিনাটি দেখছে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডিস।

গত মৌসুম শেষে গুঞ্জন ছিলো জুভেন্টাস ছেড়ে সিআর সেভেন চুক্তিবদ্ধ হবেন তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এ। একসময় নেইমারের পিএসজি’র নামও শোনা যাচ্ছিল। ইতালিয়ান গণমাধ্যমের দাবি বাস্তব হলেই মিছে যাবে সেসব গুঞ্জনও।

Exit mobile version