Site icon Jamuna Television

কোপার অধরা গোল্ডেন বুট কী হাতে তুলতে পারবেন মেসি?

কোপা আমেরিকার এবারের আসরে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে চার গোল করে ফেলেছেন লিওনেল মেসি। গোলদাতাদের তালিকায় সবার ওপরে আর্জেন্টিনার অধিনায়ক।

কোপার গোল্ডেন বুট পাওয়ার ক্ষেত্রে তিনিই যে সেরা দাবিদার, তা বলে দেওয়া যায়। কারণ তিন গোল কারও নেই। দু’টি করে গোল করে দ্বিতীয় স্থানে ১১ জন। এর মধ্যে আছেন ব্রাজিলের নেইমারও।

তাছাড়া মেসি এবার আছেন দুর্দান্ত ফর্মে। পাঁচটি ম্যাচের মধ্যে চার ম্যাচে সেরা হয়েছেন। সঙ্গে রয়েছে সতীর্থদের জন্য ১৮১টি নিখুঁত পাস। সেই পাস থেকে গোলের সুযোগ এসেছিল ১৫ বার। সতীর্থরা গোল করতে পেরেছেন চারটি।

এছাড়াও মেসির সামনে আরও একটি নজির গড়ার সুযোগ আছে। তিনি যদি এই প্রতিযোগিতায় আরও পাঁচটি গোল করতে পারেন, তাহলে কোপার ইতিহাসে সর্বাধিক গোলদাতার খেতাবটি নিজের করে নিতে পারবেন এই ক্ষুদে জাদুকর।

স্বদেশি নরেবেতো মেন্ডেজ ও ব্রাজিলের জিজিনহো ১৭টি গোল করে শীর্ষে রয়েছেন। এই মুহূর্তে কোপায় মেসির গোল সংখ্যা ১৩।

Exit mobile version