Site icon Jamuna Television

খালে ভেসে এলো মৃত ডলফিন

মৃত ডলফিন ভেসে এলো চট্টগ্রামের হালদা নদীর শাখা খালে। দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এটি উদ্ধার করে হাটহাজারী উপজেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের চানখালী খালে ভাসছিলো মৃত
ডলফিনটি। উদ্ধারের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরি টিমকে ঘটনা জানানো হলে তারা ডলফিনটিকে মাটিচাপা দিয়ে রাখতে বলেন।

ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া জানান, সাড়ে ৭ ফুট দীর্ঘ ডলফিনটির ওজন প্রায় ১২০ কেজি। শরীরে জখমের চিহ্ন নেই, বয়স হওয়ায় স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ৩ বছরে ২৮টি মৃত ডলফিন পাওয়া গেছে হালদা নদীতে।

Exit mobile version