Site icon Jamuna Television

পাবনায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ী

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ার সরিষা বাজারে অভিযান চালিয়ে ২ কেজির বেশি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৬ জুলাই) বিকেল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সাঁথিয়ার সরিষা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চয়রা গ্রামের মৃত মোস্তফা মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী শাহিন মোল্লা (৩৩) ও একই গ্রামের রেজা প্রামানিকের ছেলে মাদক ব্যবসায়ী সজীব প্রামানিক (১৮)।

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে এই এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এনএনআর/

Exit mobile version