Site icon Jamuna Television

মাইক্রোসফটের সাথে ১ হাজার কোটি ডলারের চুক্তি বাতিল যুক্তরাষ্ট্রের

মাইক্রোসফটের সাথে ১ হাজার কোটি ডলারের চুক্তি বাতিল যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

টেক জায়ান্ট মাইক্রোসফটের সাথে ১ হাজার কোটি ডলারের চুক্তি বাতিল করলো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ট্রাম্প শাসনামলের চুক্তিটি বাতিলের ঘোষণা দেয় মার্কিন প্রতিরক্ষা দফতর।

পেন্টাগন জানায়, পরিবর্তিত পরিস্থিতির শর্ত পূরণ করতে পারবে না ২০১৯ সালের, জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার-জেইডিআই চুক্তি। মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের সাথে নতুন চুক্তির সম্ভাবনার কথাও জানানো হয়।

মার্কিন প্রতিরক্ষা দফতরের শর্ত পূরণের ক্ষমতা অর্জন করলে আগামী তিন মাসের মধ্যে অন্যান্য ক্লাউড প্রোভাইডাররাও আবেদন করতে পারবে চুক্তির জন্য। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কম্পিউটার নেটওয়ার্কে পরিবর্তনের মাধ্যমে একক ক্লাউড ব্যবস্থায় আনার পরিকল্পনা পেন্টাগনের। মাইক্রোসফটকে সুযোগটি দেয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছিল অ্যামাজন। দাবি, ডোনাল্ড ট্রাম্প প্রভাবিত করেছিলেন পেন্টাগনের সিদ্ধান্তকে।

এনএনআর/

Exit mobile version