Site icon Jamuna Television

অ্যাস্টন ভিলা থেকে আর্জেন্টিনা: চলছে মার্টিনেজ কাব্য

মার্টিনেজ ম্যাজিকেই কোপার ফাইনালে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। কলম্বিয়ার ৫টি শটের মধ্যে তিনটিই ঠেকিয়ে দিয়ে নায়ক বনে গেছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

টাইব্রেকারে কলম্বিয়ার পক্ষে কুয়াদ্রাদো প্রথম শট নেন। ঠেকাতে পারেননি মার্টিনেজ। ফলাফল গোল। কলম্বিয়া ১, আর্জেন্টিনা ০।

আর্জেন্টিনার হয়ে প্রথম শট নেন মেসি। দুর্দান্ত ছিল শট। এটাও গোল হয়ে যায় চোখের পলকেই। কলম্বিয়া ১, আর্জেন্টিনা ১।

ডেভিনসন সানচেজ কলম্বিয়ার পক্ষে দ্বিতীয় শট নিতে আসেন। বাম পাশে ঝাঁপিয়ে পড়ে সানজের শট ফিরিয়ে দেন আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজ। ফলে গোল হলো না। ফলাফল রয়ে গেল সেই কলম্বিয়া ১, আর্জেন্টিনা ১।

এরপর, আর্জেন্টিনার দ্বিতীয় শট নিতে আসেন রদ্রিগো ডি পল। গোলবারের ওপর দিয়ে চলে যায় তার শট। ফলাফল অপরিবর্তিতই রয়ে গেল।

কলম্বিয়ার পক্ষে তৃতীয় শট নেন ইয়েরি মিনা। আবারও ঝাঁপিয়ে পড়ে মিনার শট ফিরিয়ে দেন মার্টিনেজ। আবারও হলো না গোল।

আর্জেন্টিনার পক্ষে লিয়ান্দ্রো পেরেডেস তৃতীয় শট নেন। ডেভিড ওসপিনা ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারলেন না। গোল বাড়ল আর্জেন্টিনার। কলম্বিয়া ১, আর্জেন্টিনা ২।

কলম্বিয়ার চতুর্থ শট নিতে আসেন মিগুয়েল বোরজা। কিন্তু, মার্টিনেজ এটি ঠেকাতে পারলেন না। ফলে, কলম্বিয়ার বাড়ল আরও একটি গোল। কলম্বিয়া ২, আর্জেন্টিনা ২।

আর্জেন্টিনার চতুর্থ শট নেন লওতারো মার্টিনেজ। গোল হয়ে যায় এটিও। ওসপিনা ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি। কলম্বিয়া ২, আর্জেন্টিনা ৩।

কলম্বিয়ার শেষ শট নিতে আসেন এডউইন করডোনা। তার শটটিও ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মার্টিনেজ। শট ঠেকানোর সাথে সাথেই জেতার আনন্দে দৌড় দেন মার্টিনেজ। দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন তার সতীর্থরা।

কোপা আমেরিকার ফাইনালে ওঠার আনন্দের উদযাপন হতে থাকে মার্টিনেজকে ঘিরে।

Exit mobile version