তারকা দম্পতি সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদের বিবাহবার্ষিকী আজ। ২০০৮ সালের ৭ জুলাই তাদের চার হাত এক হয়। এ দিনের প্রথম প্রহরে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে জীবনের শেষ পর্যন্ত একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন সৌদ।
ফেইসবুকে তিনি লেখেন, মুস্তাফা, মেলা বছর পর হলো। আমার জন্য ভালো, তোমার জন্য মন্দ মিলিয়ে পথ চলাটা ভালো-মন্দ ছিল বলা যায়। হা হা হা। বাই দ্য ওয়ে, থ্যাংকস আ লট ফর এভ্রিথিং। একসাথে একসাথে শেষ পর্যন্ত। লাভ ইউ।
অভিনেত্রী হিসেবে আশির দশক থেকে প্রতিষ্ঠিত সুবর্ণা। বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে অন্যতম আইকন তিনি। অল্প কিছু সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
এনএনআর/

